এরকমই, আমি এরকমই
একহাতে রংধনু, একহাতে জোৎস্না-
তোমার অপেক্ষায় আছি, তুমি এলে না।
তারাগুলো নিভিয়ে দিয়ে ঘুমাতে যাবো-
সাগর থেকে ছলকে একটু জল পড়ে গেল,
বুঝলাম, আমায় অনেকখানিই নাড়িয়েছ তুমি।
ঘুম রেগেমেগে চলে গেল, বলল, আসবে না আর।
একা বসে বসে তাই কি আছে করার
ভাবলাম, কেমন আলো আলো, চাঁদটকেও নিভাবো,
হাতের নাড়া খেয়ে আর একটি তারা ঝরে গেল
হটাৎ দেখি তারাটাকে ধরতে হাত বাড়িয়েছ তুমি।
তোমার একচোখে সমুদ্র, একচোখে আকাশ-
তাকিয়েছ আমার চোখে - "সর্বনাশ।
ভিসুভিয়াসে তো আগুন জ্বলে যাবে - থামো। "
আমার বুকের পাষাণভার নামিয়ে, রেখে এলে তিব্বতে -
কানের লতিতে ঠোঁট ছোঁয়ালে - আমার মৃদু ঘাম ছুটল।
"ওরেব্বৃষ্টি!" - বলে কে যেন চেঁচাল, দেখি অরণ্য -
কানের লতি তখন মুক্তি পেয়েছে, এখন অন্যান্য..
অরণ্যে মুষলধারে বৃষ্টি পড়ছে, বললে - "এত্ত ঘামো!"
তোমার অধরে ওষ্ঠ রেখে সপ্তর্ষী পরিয়ে দিলাম হাতে-
এই সময় ওপাশে, নির্লজ্জের মত সূর্য উঠল।
অ.ট. সামুর বাগ আর নেট স্পীড মিলে আমারে নিয়ে যা খেলল। ৩ বার পোস্ট দিয়েছি আর ডিলিট দিয়েছি, হুয় ছবি আসে না, নয়ত ১ম পাতায় আসে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।