আমি পড়তে ও লিখতে ভালবাসি
আয়না, তোমার পরতে পরতে
কত গল্প! কত বস্তু!!
কত ইতিহাস!!!
এত কিছু থাকিতে আমি তোমারে দেখি
বাজারে যাইবার
জন্য…-
তার জিহ্বায় আমার
সোয়াদ কেমন হইবে,
তা বুঝিবার জন্য!!!
অতএব, গড়িয়া উঠিল
আয়না সমাজ_
শুরু হইল ভনিতা আর
মালামাল পারাপার…,
শেষ অবধি সাম্রাজ্য!!!
যতই প্রাণ সঞ্চার করিতে
চাইনা কেন_
আয়নারও তো সহ্যের সীমা আছে,
গোস্সা আছে, প্রতিবাদ আছে,
তাই সে হঠাত ভাংগিয়া পড়ে
অন্য সব সত্যের মত!!!
আবার আসিয়া পড়ে
সাদা তেলাপোকার দল_
নতুন আয়না ও নতুন সম্রাজ্য
পাতিবার আশায়!!!
সবকিছুর পরেও আমি
এক লুম্পেন
অন্য কারও আশায় বসিয়া থাকি;
নগ্নতা ঢাকিবার আশায়-
আয়নায় নিজেরে আবার
দেখিবার জন্য!!!
ওহে আয়না, তুমি কেমন ট্র্যাজিক!
আমারে না দেখায়া
আমারে কেমন দেখায়;
তাই দেখাইলা খালি-
তাইতো আমি যুগে যুগে
পোশাক বদলাইলাম;তবুও
নিজেরে আর বদলাইলামনা!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।