আমাদের কথা খুঁজে নিন

   

আয়না

প্রেমিকাও ঈশ্বর হয়ে উঠে তার সমস্ত অস্পষ্ট্তা নিয়ে

জলের গভীরে খসে পড়া চাঁদের রূপালী পানিতে ডুবে যাবার আকাঙ্কার পরিপার্শ্ব প্রতিক্রিয়ায় ডুব দেয়া নাটকে এযে বড্ড করুণ অভিনয়। বৃষ্টির ফোঁটায় সে রূপ হারিয়ে গেছে চোখের জল তবু আলাদা সত্তা আবার কখনো যদি ফিরে চাও চোখে চোখ রাখা বিষম দায় হবে। বৃষ্টি তবুও জানেনা তার ব্যর্থতা। এ যাত্রা যেন স্বপ্ন প্রতিদিন কখনো হারিয়া যাওয়া কিংবা ফিরে আসা তোমার চোখের দৃষ্টিতে, তুমি বুঝলেনা। বৃষ্টি তোমার বৃথায় গুনগুন আর কতোদিন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।