আয়নায় চোখে চোখ—
কেমন অচেনা লাগে!
ভেতরে গিজগিজ করে কীট—
মন চায় আছাড় মেরে পদদলিত করি
দেহের উপর ভর করে থাকা মাথা!
ধীরপদে আনমনে জানালায়—
ঘুরপাক খাচ্ছে চোখ দিবারাত্রির আবহে!
(অনেক দিন পরে আসলাম। অনেককেই হয়েতা ভুলে গিয়েছি আমি, অনেকে হয়তো আমাকে। জীবেনর সর্বত্রই এই তো আমরা।
আশা করিছ এবার নিয়মিত হবো।)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।