আমাদের কথা খুঁজে নিন

   

আয়না ও আমি



লোকটাকে মনে হয় চেনা চেনা...... দেখিনি কোথাও; ...তবু, মেলি; স্মৃতির সুড়ঙ্গে দৃষ্টি। একাকী, নিষ্ঠুর, দ্বিধাহীন- বোধের আড়ালে অভিব্যক্তি। দূর কোন শপথের, মুছে যাওয়া ছাপ; দৃপ্ত এ কাঠামোয়....; নেই ক্ষত। সময়ের ধূলোমাখা ছায়াঘন, স্বপ্নেরা বুঝি তার...., মায়াময়। মাঝে মাঝে- ভ্রুকুটির সম্মুখে; উপহাস মুচড়ানো ঠোঁটে, অব্যক্ত কিছু যেন...., বলা হয়ে যায়! দর্পণে- মুখোমুখি দাড়িয়ে, নিজেকেই বার বার; ভুল করে খুঁজি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।