স্বাধীনতার পর থেকে বিভিন্ন নেতা দেশটাকে ব্যবহার করেছে তাদের সুবিধার জন্য। তাদের প্রয়োজনে জোট বেধেছে বাংলার চির শত্রুদের সাথে। বাংলার জনগন যেমন স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়ে ছিল আজও তারা তা দেখতে পাননি। স্বাধীনতার পর থেকে ক্ষমতায় যে সরকার এসেছে তারা তাদের স্বারথের কাছে জলানলি দিয়েছে দেশের স্বারথ। বাংলার জনগন শুধু তাকিয়ে দেখেছে, তারা আর কি করতে পারে।
যে রাজাকরদের শাস্তি হবার কথা ছিল স্বাধীনতার পরের বছর তা শুরু হলো ৪১ বছর পর। সেই বিচারেও আবার সঠিক ভাবে হচ্ছে না। এবার বাংলার মানুষ জেগেছে তারাই এবার বাজাকারদের বিচার করবে। এটাই সময় রাজাকারদের সঠিক বিচার করার, এটাই সময় দেশকে নতুন ভাবে সাজানোর। বাংলার মানুষ এখন তাকিয়ে আছে নতুনের দিকে কবে তারা হাল ধরবে এই বাংলার।
আর বাংলাদেশকে নিয়ে যাবে চির উন্নতির দিকে।
মুন রেহমান
রংপুর থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।