আমাদের কথা খুঁজে নিন

   

রসের হাঁড়ি



# বিল্টু গ্রামে তার মায়ের কাছে ফোন করেছে- বিল্টু: মা, একটা সুখবর আছে। মা: বলিস কি! তাড়াতাড়ি বলে ফেল। বিল্টু: এখন থেকে আমরা দুই জন থেকে তিন জন হয়ে গেছি, মা। মা: এই সুখবরটা এত দেরিতে বললি কেন? তা ছেলে না মেয়ে হয়েছে রে? বিল্টু: ওসব কিছুৃ না। আমার বউ আরেকটি বিয়ে করে ফেলেছে, মা! # শিক্ষক: বলতো, যিনি খেলেন তাকে কি বলে? ১ম ছাত্র: খেলোয়াড়, স্যার।

শিক্ষক: এবার তুমি বলো তো যিনি জানেন তাকে কি বলে? ২য় ছাত্র: জানোয়ার, স্যার। সংগ্রহে:রোকসানা আক্তার জুঁই, স. বরহামগঞ্জ কলেজ # দোকানদার: আমি একটু বাইরে যাচ্ছি। তুই দোকানটা সামলা.......। কর্মচারী: আইচ্ছা, ঠিক আছে। দোকানদার: কোন কাস্টমার ফেরত দিবি না।

এক কোম্পানির মাল চাইল, সেটি না থাকলে অন্য কোম্পানির দিয়ে বলবি, এটা দিয়ে আপাততত চালান, কাল ওই মাল পাবেন, ....... বুঝলি? কর্মচারী: জি, বুঝেছি। কাস্টমার: এই ছেলে, টয়লেট টিস্যু আছে? কর্মচারী: জি, দেখতাছি আছে কি না ................... আঙ্কেল আইজকা টিস্যু শেষ হইয়া গেছে। তহয় সিরিশ কাগজ আছে। এটা দিয়ে আপাতত চালান, কাল টিস্যু পাইবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।