আমাদের কথা খুঁজে নিন

   

রসের ভান্ডো

নিজেরে হারায়ে খুজি..... bohurupi.mohajon@gmail.com

আজ অফিস শেষে বাসে করে বাসায় ফিরছি। বাসের একদম পেছনে ছয় জনের সীটে বসার জায়গা হয়েছে। সেখানে আমি সহ আর চারজন বসেছি, তাই বেশ আরাম করেই আসতে পারবো মনে হচ্ছিল। সবাই একটু ঢিলা দিয়ে বসে এদিক ওদিক যে যার মত দেখতে লাগলাম। আমার পাশে এক বিদ্যার্থী বসেছে।

সম্ভবতঃ কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। বেচারা মনে হল সারাদিন ক্লাস করে সন্ধ্যায় একেবারে ক্লান্ত হয়ে গেছে। বসার কয়েক মিনিটের মধ্যেই দেখি বাসের ছাদের দিকে মুখ হা করে দে ঘুম!! আমি ভাবলাম, আহারে পড়াশোনা করতে করতে একদম কাহিল হয়ে গেছে। তখন নিজের বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে হল; আমার অবশ্য কোন অফিস পাড়ায় ক্লাস করতে হয়নি। বাসা থেকে সহজেই শাহবাগ যাতায়াত করেছি।

তাই এদের কষ্ট দেখে মায়া হয়। বাসে বসে সাধারণত আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি, আমিও জানালাদিয়ে রাস্তার অন্য গাড়িগুলো দেখছি। দশ পনের মিনিট পর মনে হল আমার বা কাধে ভারী কিছু একটা চাপানো!! একটু কেমন গরম গরমও লাগছে। ঘাঢ় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখি সেই নিদ্রাগত বিদ্যার্থী আমার কাধে মাথা রেখে দিব্যি বালিশের কাজ চালিয়ে নিচ্ছে!!?? আমি কি করবো বুঝতে পারছি না। একবার মায়া হল; বেচারা সারাদিন পড়ে একদম গলে গেছে, কাধে মাথা রেখে একটু ভালভাবে ঘুমাতে চাইছে ঘুমাক! কিন্তু যখন দেখলাম সে তার মুখটি রসের হাড়ির মত খুলে রেখেছে তখন আর সে ইচ্ছাটা থাকল না।

কখন না জানি রসের ভান্ডো আমার কাধেই উপুড় করে দেয়!! সেই ভয়ে আমি হঠাৎই একটু নড়েচড়ে পাশে সরে বসলাম। সে এই বিঘ্নতে কিছুটা চমকে উঠে এবার ঠিক হয়ে সোজাভাবে সীটে গা এলিয়ে দিয়ে আবার তার রসের ভান্ডোটি খুলে দিয়ে ঘুমাতে লাগল! আমি ভাবলাম আপদ দুর হল!! কিন্তু সে মনে হয় এত সহজে ছাড়ার পাত্র না! আমি তার পাশ থেকে অনেকটা সরে আসার পরও সে সেতুর মত গলাটা পাশে এলিয়ে ঠিক আমার কাধে আবার মাথা দিয়ে ঘুমাতে লাগল। আমি আরও খানিকটা সরে আসলাম, কিন্তু সে নাছোড়বান্দা - আজকে সে আমার কাধে মাথা রেখে ঘুমাবেই। আমি যতই নড়েচড়ে তার মাথাটা সরিয়ে দেই, একটু পরই দেখি সে ঠিক আবার কাধে মাথা দিয়ে ঘুমাচ্ছে! শেষে টিকতে না পেড়ে আমার সহযাত্রীকে ডেকে তুলে বললম -" ভাই, আপনি আমার কাধে মাথা রেখে ঘুমাবেন সে ভালো কথা; কিন্তু তার জন্য চার্জ দিতে হবে। বলেন আপনি কতদূর যাবেন, আমি সেই মত আপনাকে কত টাকা চার্জ আসবে বলে দিচ্ছি!" কথা গুলো মনে হয় সে বিশ্বাস করতে পারছিলোনা!! দেখি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।

তারপর সে ঠিক হয়ে সরে বসলো, ততক্ষণে সব ঘুম ছুটে গেছে!!!!!!!!!!! এবার আমিও একটু গা এলিয়ে দিয়ে বসলাম। যাক! সে আর ঘুমাবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।