আমাদের কথা খুঁজে নিন

   

রসের হাঁড়ি।

বাংলাদেশের গ্রাম গুলোতে শীতের সকালে এই রকম সুন্দর দৃশ্য এর দেখা মিলত। এখন ও মিলে কিন্তু আগের মতো নয়। দিনে দিনে গ্রাম গুলোতে আধুনিকতার ছোঁয়া লাগায় গ্রামের মানুষের মন ও আধুনিক হয়ে ওঠেছে। কেউ আর কস্ট করে খেঁজুর গাছে রস সংগ্রহের জন্য হাঁড়ি বসায় না। আর খেঁজুর গাছ গুলো ও কালের গর্ভে হারিয়ে যাচ্ছে।

যাও গুটি কয়েকটা আছে। তারা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মনে মনে বলছে মানুষ কি সত্যি আমার রসের স্বাদ ভুলে গেছে?। তারা কি তাদের বাপ-দাদার কাছ থেকে শুনে নাই আমার রসের কত্ত স্বাদ। ছোট বেলায়।

কখন যে স্কুল গুলোতে শীতকালীন আবকাশের বন্ধ দিবে তার প্রহর গুনতাম। যখন ছুটি মিলত কি যে আনন্দ পেতাম। আবশ্য এতো আনন্দের কারণ ও ছিল। ছুটি মানে নানা বাড়ি,আর শীতের দিনে নানা বাড়ি মানে খেঁজুর রস। আমার নানার অনেক গুলো খেঁজুর গাছ ছিল।

তিনি নিজেই ওই সব গাছে হাঁড়ি বসাতেন। আর আমরা প্রতিদিন সকালে পেট ভরে রস খেতাম। এতো রস খেতাম যে দুপুর পর্যন্ত ভাত খাওয়া লাগতো না। আহারে কি যে তৃপ্তি পেতাম। এখন এর চিটে-ফোটাও নেই।

আর নানা বয়সের ভারে নুয়ে পড়েছে। এখন আমার ছোট ভাইয়েরা যখন নানা বাড়িতে বেড়াতে যায়, বাড়িতে এসে বলতে শুনি। নানা বাড়িতে যেয়ে কোন মজা নাই। ওরা ঠিক ই বলে আসলে এখন কোন মজাই নেই। মজা পাবে কিভাবে এখন যে আগের মতো মজার মানুষ ও নেই।

**ছবি-ইন্টারনেট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।