আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার সম্পর্কিত একটা সতর্কবানী


একটা সতর্কবানী : রাতে প্রাইভেট গাড়ি নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সাবধান থাকুন। চট্টগ্রাম পার হলে কক্সবাজারের রাস্তা রাতে লবনের গাড়ি চলাচলের কারনে খুবই পি্চ্ছিল থাকে। যা সকালে কড়া সূর্যের আলো না ওঠা পর্যন্ত পিছলা থাকে। তাই রাতে কক্সবাজার রোডে ৪০ কিলেমিটারের বেশৗ গতিতে গাড়ি চালাবেন না। খেয়াল করলেই দেখতে পাবেন এলাকার গাড়ি, মাইক্রো, বাস, টেম্পু রাতে ধীর গতিতে চলাচল করছে।

আনন্দ-ফুর্তিতে দ্রুত গাতিতে গাড়ি চালালেই একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। যেমন- স্পিড ব্রেকারে গাড়ি থামানোর চেষ্টা করলেও থামাতে পারবেন না। এমনকি, কোন গাড়ির সামনে বা পেছনে বা রাস্তার কোন বাকে গাড়ির গতি কমাতে চাইলেও গাড়ির চাকা পিছলে যাবে। বিষয়টি নিয়ে বন্ধু মহলে আলোচনা করুন এবং সবাইকে জানিয়ে দিতে বলুন। আমরা চাই না আমাদের আনন্দে কোন ধরনের শোকের ছায়া পড়ুক।

সকলের যাত্রা শুভ হউক। সবাইকে ধন্যবাদ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।