আমি ভাল আছি,আপনারাও ভাল থাকুন
জেগে ওঠে সেই পশু! যাকে অস্বীকার করে; বধ করে শুরু হয়েছিল মানবের কথিত সভ্যতা।
''পশুত্ব'' কথাটাকে আমরা ''চরম নির্মম'' অর্থে ব্যবহার করতে পছন্দ করি। ''মনুষ্যত্ব'' কথাটাকে আমরা ''পরম মহান'' অর্থে ব্যবহার করে আড়াম বোধ করি।
আমার মতে ''সেটাই মহান কর্ম যা সমগ্র উদ্ভিদকুল এবং প্রাণীকুলের জন্য কল্যাণকর''।
সেই অর্থে গৌতম বুদ্ধ ছিলেন একজন মহান মানুষ।
তিনি উচ্চারন করেছিলেন পৃথিবীর সকল প্রানির জন্য শান্তির বাণী। আহ্ কি শান্তিদায়ক সেই বাণী! কি বুদ্ধিদীপ্ত সেই আহবান!! আজ পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষণে মনে পরে তার সেই প্রাচীন বাণী।
সত্যিকার অর্থে যদি মানব সম্প্রদায় পৃথিবী থেকে এক মুহূর্তে উধাও হয়ে যায়, তাহলে কত শান্তি পাবে সমগ্র প্রাণী ও উদ্ভিদকুল। সমগ্র প্রকৃতি একদিন প্রতিশোধ নিতে পারে চড়ম ভাবে,যা হবে মানুষের কল্পনাতীত।
এখন মানুষের সময় এসেছে আরেকবার সমগ্র পৃথিবীর দিকে ভালভাবে তাকানোর; সময় এসেছে পৃথিবীর অভ্যন্তরীণ প্রাকৃতিক নিয়মকে বুদ্ধিমত্তার সাথে অনুভব করার।
খুব অবাক লাগে যখন দেখি গাছ কেটে ইটের ভাটা জ্বালানো হচ্ছে। যখন দেখি গাছ কেটে তৈরি হচ্ছে বিলাসবহুল বাড়ি।
অবাক লাগে বিজ্ঞান যখন চড়ম উৎকর্ষতার সাথে আহরণ করছে নতুন নতুন জ্ঞান; তখন কিছু অন্ধ মানুষ আউড়ে যাচ্ছে পুরানো জং ধরা রুপকথার সংলাপ। বলছে এগুলো নাকি বিধাতার বাণী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।