ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
বাস বিড়ম্বনা
আমার বাস যাত্রাবাড়ী এলাকায়। এক বছরের উপর হতে লাগল আমাদের জন্য স্বপ্নের ফ্লাইওভার তৈরী চলছে। জানিনা এটা কতটুকু মঙ্গল আনবে আমাদের! ফ্লাইওভারের কাজ শুরু করার সাথে সাথে আমাদের দুর্ভোগ আরও বেড়ে গেল। যানজটে নাকাল, এ অবস্থায় লোকাল গাড়ী, সিটিং গাড়ী, কাউন্টার গাড়ী কোথাও জায়গা পাওয়া, এমনকি সময়মত গাড়ী পাওয়া দুস্কর হয়ে গেল। আর সময়ের কথাতো নাই বললাম।
এ অবস্থায় কিছু গাড়ী ছিল যারা আগে শনির আখড়া/রায়েরবাগ থেকে গুলিস্তান আসতো কিংবা ফিরতো সিটিং ৫টাকা করে, পরে তা অবশ্য ভরে ভরে ৫টাকা দিয়ে সার্ভিস দিত। ওগুলো এখন সিস্টেম করল, যাত্রাবাড়ী পর্যন্ত ভরে ভরে ৫টাকা, যাত্রাবাড়ী থেকে আবার অন্য গাড়ীতে কিংবা ঐগাড়ীগুলো একটু পর ডাকবে গুলিস্তান ৫টাকা, ৫টাকা করে। চিন্তা করেন, আপনি যখন ঐ গাড়ীতে তখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে যে গুলিস্তান যাবে না। একটু পরে সব যাত্রী নেমে গেলে ডাকবে গুলিস্তান ৫টাকা, গুলিস্তান ৫টাকা।
এদের অত্যাচার আমার কিছুই করার নাই।
কিংবা এটা দেখারও কেউ নাই।
কিছু দিন যাবৎ আরেকটি নতুন অভিজ্ঞতা হলো ঐ রুটের (গাবতলী, মিরপুর, মোহাম্মদপুর গামী) সবগুলি গাড়ী এখন সুপার লোকাল সিটিং হয়ে গেলো। কোন পূর্ব ঘোষণা ব্যতিরেকে সর্বনিম্ন ভাড়া ৫টাকা, সর্বাধিক ভাড়াতো আছেই। ১২ নম্বর, ৮ নম্বর, চয়েজ ইত্যাদি সব গাড়ীই এখন সিটিং নামক যন্ত্রণায় আমাদের অতিষ্ট করতেছে।
মাঝে মাঝে কোন কোন যাত্রী গাড়ীতে কন্ট্রাক্টর হেলপার এদের সাতে ঝগড়া, বিবাদ করে।
কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না, অযতা ড্রাইভার, হেলপার, কন্ট্রাক্টর এদের রোষানলে পড়তে হয়।
হে দেশ তুমি কার? এসব অত্যাচার, নিপিড়ন আর কত সহ্য করব? আমাদের দেখার জন্য, বাঁচানোর জন্য কেউ কি নাই কিংবা আসবে না?
জানিনা এসবের উত্তর কখনো পাব কিনা? আদৌ কোন কর্তৃপক্ষ আছে কিনা? আমাদের সুশীল সমাজ এখন গেল কই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।