s
‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই’ এ দাবিকে বাস্তবায়িত করার জন্য শুক্রবার সকালে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত বিশাল গণসমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল শত শত আদিবাসী। হাতে ছিল `আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে', 'আদিবাসীদের ওপর শোষণ-নির্যাতন বন্ধ করতে হবে', 'সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে' এমন সব স্নোগান সম্বলিত ফেস্টুন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
বক্তব্য রাখেন- তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সিপিবি`র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, সাংবাদিক মাসুদা ভাট্টি, অ্যাকশন এইডের কান্ট্রি প্রধান ফারাহ কবির, গণফোরামের সভাপতিম-লীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য, বাসদ নেতা কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন ও অন্যান্য আদিবাসী নেতারা।
সন্তু লারমা বলেন, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই। হাইকোর্ট কর্তৃক পঞ্চম সংশোধনী আইন বাতিলের মাধ্যমে সরকার `৭২-এর সংবিধান পুনর্বহাল তথা সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। ফলে ১৯৭২ সালের পর (৪০ বছর পর) আদিবাসী জাতিসমূহের তাদের স্ব স্ব অধিকারসহ সাংবিধানিক স্বীকৃতির সুযোগ তৈরি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।