দুই প্রধান ফিলিস্তিনী আন্দোলন গোষ্ঠী ফাতা ও হামাস একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। পাঁচ বছর আগে দু'টি পক্ষ একে অপরের বিপক্ষ হয়ে দাঁড়ায়। দুই ভূখন্ডে কাজ করতে থাকে পরস্পরের প্রতিদ্বনদ্বী দু'টি প্রশাসন
মাহমুদ আববাসের ফাতাহ আন্দোলন ও ইসরাইলীদের মধ্যে শান্তি নিত্তি কায়েমের জর্জ বুশ ও বারাক ওবামার মধ্যস্থতার ব্যর্থ চেষ্টা আমরা দেখেছি। নিত্তির পথে এগিয়ে আসার ইসরাইল কদাচিৎ সংকেত পাঠালেও নিত্তি সম্ভব হয়ে উঠেনি এই জন্য যে, ইসরাইল সব সময় চেয়েছে ফাতাহর সঙ্গে যেনতেন সমঝোতা সম্পন্ন করার মধ্য দিয়ে গাজায় ফিলিস্তিনী জনগণকে তারা অবরুদ্ধ ও উপবাসী রাখবে এবং নিষ্ঠুর নির্যাতনে তাদের নিঃশেষ করে দিতে থাকবে। ফিলিস্তিনী জনগণ এই অবস্থা মেনে নিতে পারেননি।
মধ্যপ্রাচ্যে শান্তি কায়েমের স্বার্থে ফিলিস্তিনীদের মধ্যে ঐক্য অপরিহার্য। বিভিন্ন প্রতিবাদ আয়োজনের মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষাই বরাবর জানিয়ে এসেছেন পশ্চিম তীর ও গাজার জনগণ। কিন্তু এর চেয়েও বড় কথা হচ্ছে বুধবারের সমঝোতা মোতাবেক ফিলিস্তিনীদের একটি নতুন ঐক্য সরকার ডিসেম্বরের আগে যা সম্ভব নয়- গঠিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে সব ধরনের শান্তি নিত্তি চেষ্টা ঝুলে থাকবে। অর্থাৎ দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। ইসরাইলী ও ফিলিস্তিনীদের বাদ দিয়ে বাকি আরব জগত একের পর এক যে সমস্যা নিয়ে ভুগছে সেগুলো কাটিয়ে উঠতে কতদিন লাগবে বলা মুশকিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।