আমার জীবন ও যৌবনের তিক্ত অভিজ্ঞতায় কষ্টে রাত জেগে শব্দের কারিগর, লিখে চলি কবিতার পাণ্ডলিপি. বিনিময়ে জোটেনি ক বেলার ভাত একটি লাল গামছা অথবা সোহাগী প্রিয়ার সামান্য প্রসাধনী. নিজের ঘরেই জ্বলে অভাবের আগুন. নুন আনতে পান্তা ফুরায় প্রতিদিনের সংসারে. বায়ান্নের ভা
কোথায় গেল সেই জমানা
মোঃ আব্দুর রহিম বিন আরফান
কোথায় গেল সেই জমানা
কোথায় সেই শিশু ?
মরিচিকা ধরতে কি তারা
ছুটছে পিছু পিছু !
মাতৃগর্ভে ছিলে যখন
ছিলে অসহায়,
ভুমিষ্ট হয়েও বেঁচে ছিলে
মাতাপিতার কৃপায়।
আধুনিকতার ছোঁয়ায় এসে
বানাচ্ছ বৃদ্ধাশ্রম,
তাদের জন্য সেই জায়গা
করছ নির্ধারণ।
মরে গেলে বিলাপ কান্না
কর লোকের ভীরে,
চেহলামও কর আবার
রঙ্গমঞ্চ করে।
আজ কেন তাদের কদর
হল এ নিম্ন !
ফল মোটেও ভাল হবে না
কাজটি অতি ঘৃণ্য।
বিলাপ কান্না বাদ দিয়ে
চল সবাই মিলে,
মা বাবার সেবা করি
ধর্ম যেভাবে বলে।
তাদের স্থান অন্তরেতে
দেই সবাই ঠাই,
তাদের মত ত্রিভূবনে
আপন কেহ নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।