আমাদের কথা খুঁজে নিন

   

রকমারি নাম (দেইখা আর বুইঝা লন)

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

যুগ যুগ আমরা বাংলা সিনেমার নানারকম নামের সাথে পরিচিত। কোনটার সাথেই আবার কোনটার মিল নেই। তবে বলতে গেলে কাহিনি সবগুলোরই এক। এমন কি বিজ্ঞজনেরা কিংবা আমজনতা সিনেমার নাম দেখেই কাহিনি বলে দিতে পারেন। এমন সংখ্যা নেহাত কম নয়।

যাই হোক, কথা হচ্ছিল সিনেমার নাম নিয়ে। প্রথম সবাক চলচ্ছিত্র “মুখ ও মুখোশ” এর পর অনেক সিনেমা এসেছে। আর ভবিষ্যতেও আসবে। ইদানিং যে সিনেমা গুলো মুক্তি পায় সেগুলোর নাম দেখলেই হাসি পায়। এমন বিচিত্র নামের সিনেমায় না জানি কি সব বিচিত্র কাহিনিতে ভরা থাকে।

যেমনঃ বলবো কথা বাসর ঘরে, মাথা নষ্ট, ত্রাস সহ আরো অনেক নাম আমরা পেয়েছি। এইবার আসেন আরো কি কি নাম আমরা ভবিষ্যতে পেতে পারি সেই প্রসঙ্গে - ১। পিঠা কিন্তু খুব মিঠা ২। তোমার ঠোট এ মিষ্টি হাসি ৩। চায়নিজ আর ভাত ৪।

তোমাকে ভালবাসার গুষ্টি মারি ৫। ভালবাসা পাইতে অনেক টাকা খরচ ৬। ও রূপসি, তোমার গলার চেইন ৭। গোপন ক্যামেরায় তুমি আর আমি ৮। বিয়ের পর প্রেম ৯।

কম কম খা ১০। তোমার লাল টিপ আর আমার সাদা গেঞ্জি ১১। কুদ্দুস আমার কাছে আইস না ১২। পাউডার দিয়া দাত না মাইজা পেস্ট দিয়া মাজো ১৩। মেদ ভুরি কি করি ১৪।

বিয়ে বাড়িতেই তোমার আগমন ১৫। প্রেমই যখন সব ১৬। ফটকা মাইয়া ১৭। সস্তার তিন অবস্থা ১৮। মাথায় টাক ১৯।

তুই বেশি বুঝোস?? ২০। ৩টা প্রেমিকা লইয়া পড়সি আমি ফান্দে ইত্যাদি নামে ভরপুর হয়ে উঠতে পারে আমাদের সিনেমা জগত। তখন আশ্চর্য না হয়ে বিষয়টাকে উপভোগ করবেন এটাই ধারনা। বিঃদ্রঃ ফান পোস্ট। একটি এম১৫৪ ধারা পরিবেশিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.