কুষ্টিয়ায় আ’লীগ এমপির বাড়িতে বোমায় নিহত ৩।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য আফাজ উদ্দিনের বাসভবনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় হামলাকারীসহ ৩ জন নিহত হয়েছে। সংসদ সদস্য আফাজ উদ্দিনসহ ৫ আওয়ামী লীগ কর্মী এই বোমায় আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যরাতে পুলিশ বোমায় নিহত লাশগুলো সরিয়ে নেয়। এ ছাড়াও তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাত ৮টা ৩৫ মিনিটে অজ্ঞাত এক যুবক আফাজ উদ্দিনের বৈঠকখানায় প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আফাজ উদ্দিন, জনৈক আজু ও হামিদুল আহত হন। ঘটনাস্থলে আত্মঘাতী বোমা হামলাকারী যুবক, আওয়ামী লীগ কর্মী ছিদ্দিক ও স্কুলশিক্ষক
আসমত আলী নিহত হন। আহত আফাজ উদ্দিনকে বাড়িতে এবং বাকি দু’জনকে পুলিশ পাহারায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাড়িটি ঘিরে রেখেছেন।
#.........
সূত্র,দৈনিক পত্রিকাসমূহ।
ঘটনা আসলেই কি তাই, নাকি ছাত্রলীগের সোনার ছেলেরা বোমাগুলি নিয়ে উক্ত সাংসদের সাথে সলাপরামর্শ করছিল কিভাবে তা বিএনপি'র ডাতা হরতালে ব্যবহার করে বিরোধী দলের উপর দায় চাপানো যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।