আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষার্থীদের জীবন নিয়ে শিক্ষা প্রতিস্ঠান মালিকের রকমারি খেলা।

বেসরকারি স্বাস্থ শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনলজির মালিকের বিরুদ্ধে বানিজ্যের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ব্যপারে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ব্যবস্থা নেয়ার আবেদন জানান তারা। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, রাজধানীর পল্লবী এলাকায় ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনলজিরর প্রধান অফিস। এর মালিক ডা. আব্দুল মালেক স্বাস্থ শিক্ষার নামে বানিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে।

ভর্তির সময় টিউসন ফি-সহ অন্যান্য খরচ যা উল্লেখ করা হয় পরবর্তিতে বিভিন্ন অজুহতে তার ৪/৫ গুন বেশি আদায় করে থাকে। শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে পারে না কারণ তাদের সার্টিফিকেট ওই ইনস্টিটিউটে জমা থাকে। তাছাড়া শিক্ষাজীবন ব্যহত হওয়ার ভয়ে প্রতিষ্ঠানের চাহিদা অনুযাই অতিরিক্ত টাকা পরিশোধে বাধ্য হয় তারা। খোজ নিয়ে জানা যায়, মালিক ডা. আব্দুল মালেকের মালিকানায় ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনলজির পল্লবীর প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে বিভিন্ন নামে ৪টি প্রতিষ্ঠানের ১২ টির মত শাখা রয়েছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি হাতিয়ে নিচ্ছেন তিনি।

আইন অনুযায়ী সাড়া দেশে এতগুলে প্রতিষ্ঠানের ও তার আউটার ক্যাম্পাস করার অনুমতি নাই। এ ব্যপারে ডা. আব্দুল মালেকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কোনা কথা বলতে রাজি হননি। তবে তার অফিসে সরাসরি আসতে বলেন তিনি। শিক্ষার্থীদের জীবন নিয়ে এই এক মজার খেলা খেলছে এই tধরনের হাজার ও প্রতিষ্ঠান । ভর্তির আগে নানা রকম উচচাকাংখা দেখিয়ে ভর্তি করা হয়ে থাকে।

পরে শিক্ষার্থীদের বিভিন্ন রকম হ্য়রানির শিকার করে। আসুন এর বিরুদ্ধে আমরা সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলি। বি: দ্র: আসুন সবাই মিলে এই লিখাটা শেয়ার করি। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.