আমাদের কথা খুঁজে নিন

   

সোনাগাজীতে শিয়ালের কামড়ে আহত ৮ জন

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী নিশাচর একটি পাগলা শিয়াল দিনের বেলায় লোকালয়ে ঢুকে এলোপাথাড়ী কামড়িয়ে ছয় মহিলাসহ আট জন আহত করেছে। গত বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম ও বড় হালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, গত বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার আড়কাইম গ্রামের লোকজন একটি শিয়াল দেখতে পেয়ে ধাওয়া করতে এগিয়ে আসে। এ সময় শিয়ালটি আড়কাইম গ্রামের রহিমা আক্তার (২০), নেয়ামত উল্লাহ (৫০), শরিফা খাতুন (৩৫), রোকেয়া বেগম (৪৫), মনোয়ারা বেগম (৪০) এবং বড়হালিয়া গ্রামের আঞ্জুমান আরা (৪০) ও হামিদুল হককে (২২)। গ্রামের লোকজন জড়ো হয়ে পরে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

ওই পাগলা শিয়াল এলাকায় নয়টি গরুকেও কামড়িয়ে আহত করে। আহদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গরু গুলিকে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, বিশেষ কোন কারনে দিনের বেলায় লোকালয়ে ঢুকলেও শিয়াল কখনো কাউকে কামড়ায় না। সম্ভবত ওই শিয়ালটি পাগল ছিল। ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছারোয়ার জাহান জানান, শিয়ালের কামড়ে আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।