বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই কোন্দলে গুরুতর আহত রহিম উল্লার (৩২) মৃত্যু হয়। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার পালগিরি গ্রামে মঙ্গলবার রাতে নিজাম উদ্দিন সাহজাহানের পরিবারের সদস্যদের সাথে একই বাড়ির খুরশিদ আলমের পরিবারের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ের উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়লে নয় জন আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে নিজাম উদ্দিন সাহজাহানের মেয়ের স্বামী রহিম উল্লার (৩২) অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুরে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর গ্রামের আবদুল হকের ছেলে।
এ ঘটনায় নিহত রহিম উল্লার মা মাবিয়া খাতুন বাদী হয়ে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ খুরশিদ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
তিনি মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা ও একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।