আমাদের কথা খুঁজে নিন

   

সোনাগাজীতে ম্যাগনেট পিলার চুরি

mamun.press@gmail.com

আবদুল্লাহ আল-মামুন, ফেনী সোনাগাজীর চরখোয়াজ গ্রামে মূল্যবান দাতব পদার্থ (ম্যাগনেট) লোহার পিলার চুরির খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউপির চর খোয়াজ গ্রামের স্থানীয় চকিদার কালাম ও স্থানীয় মান্নান চেয়ারম্যানের ভাই নুরুল আমিন প্রকাশ নুরুল্লাহ সহ সংঘবদ্ধ চোরাই দল গত শুক্রবার রাত আনুমানিক ২ টার সময় চরখোয়াজ গ্রামের আবু তাহের প্রকাশ তারা মিয়ার বাড়ী সংলগ্ন রাস্তায় ৭/৮ ফুট গর্ত করে বিট্রিশ আমলে স্থাপিত সীমানা পিলার চুরি করে নিয়ে যায়। গভীর রাত্রে এলাকাবাসী টের পেয়ে চতুর্দিক থেকে ঘেরাও করে সংঘবদ্ধ দলের সদস্য উক্ত গ্রামের আবদুল কাদেরের পুত্র মাহফুজুল হক বিপ্লবকে ধরে ফেলে একপর্যায়ে উক্ত ম্যাগনেট পিলার চুরির ঘটনার সাথে স্থানীয় ফকির, মিজান, কিরন, শিপন, সোহাগ, নুরুলাহ সহ ১০/১২ জন চোরাই দলের সদস্যের স্থানান্তর করে। এদিকে গভীর রাতে সহকারী রাস্তা ১ খুঁটে প্রাচীন আমলের সময় সীমানা পিলার চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।