আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি ২০১২ ফল প্রকাশ ১ মে



ঢাকা: ২০১২ সালের যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা (ডিভি) আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাকৃতদের ফল আগামী ১ মে প্রকাশ করা হচ্ছে। বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়। [link|http://www.dvlottery.state.gov ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। ডিভি সংক্রান্ত কোনো ঘোষণা ই-মেইলের মাধ্যমে পাঠানো হবেনা বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্তৃক অনুমোদিত ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা কর্মসূচির আওতায় বাৎসরিক ভিত্তিতে যুক্তরাষ্ট্রে কম অভিবাসী আছে এমন দেশের নাগরিকদের ৫০ হাজার ডাইভারসিটি ভিসা দেওয়া হয়ে থাকে।

দৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে সারাবিশ্ব থেকে আগত আবেদনগুলোর মধ্য থেকে ডিভির জন্য প্রার্থী বাছাই করা হয়। অনলাইনে ডিভি লটারির ওয়েবপেজের ‘এন্ট্রি স্ট্যাটাস চেক’ পাতায় আবেদনকারীকে তার অনলাইন ডিভি আবেদনপত্রের ‘কনফারমেশন’ পাতায় প্রাপ্ত তথ্যগুলো দিতে হবে। এই কনফারমেশন পেজটি ডিভির জন্য অনলাইন আবেদন ফর্ম পূরণের পর আবেদনকারীদের প্রিন্ট করে সংরক্ষণ করে রাখার কথা। আবেদনকারীরা যদি করফারমেশন পাতাটি সংরক্ষণ না করে থাকেন তাহলে সেই পাতার তথ্যগুলো পুনরায় পাওয়ার আর কোনো পথ নেই। যুক্তরাষ্ট্র দূতাবাস কিংবা যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর এই কনফারমেশন পাতাটির আরেকটি কপি দিতে পারবে না এবং আবেদনকারী তার আবেদনের অবস্থা দেখতে কিংবা তার ভিসার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবে না।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, অনলাইন স্ট্যাটাস চেক পাতায় ‘বিজয়ী’ বার্তা পাওয়া মানে এই নয় যে আবেদনকারী ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ডাইভারসিটি ভিসা প্রাপ্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে হলে সকল আবেদনকারীকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীদের অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের সম্প্রতি তোলা একটি ছবি দিতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীদের প্রমাণ করতে হবে যে ডিভি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতা তাদের রয়েছে। এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যারা ডিভি লটারির ‘বিজয়ী’ হিসেবে চিহ্নিত হবেন তারা তাদের ভিসা প্রাপ্তির জন্য পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ওয়েবসাইটেই নির্দেশনা পাবেন বলে বলা হয়েছে।

ডিভি সংক্রান্ত সকল যোগাযোগ যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতার মাধ্যমে করা হবে। এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যারা ‘বিজয়ী’ হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের ডাইভারসিটি ভিসার পাওয়ার জন্য উল্লিখিত যোগ্যতাগুলো রয়েছে কী না, বিষয়টি প্রমাণ করতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে একটি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস বলে, ‘ইমেইলে “লটারি জিতেছেন” কিংবা “গ্রীন কার্ড” পেয়েছেন এমন দাবি করা যে কোনো ই-মেইলই অবৈধ। ’ ডিভি ভিসা লটারিতে অংশগ্রহণকারীরা লটারি জিতেছে কিনা কিংবা ভিসার জন্য আবেদন করার পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে জানানোর অধিকার যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দপ্তর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নেই বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।