আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি কি?

? ? ?

ডিভি হলো ডিজিটাল ভিডিও। এটা উঁচু মান সম্পন্ন ডিজিটাল ভিডিওর নতুন প্রযুক্তি। ডিভি ক্যামেরার টেপেই সংকুচিত হয়। ক্যামকর্ডার এর মধ্যেই ডিভি কোডেক থাকে। ডিভি ছবির আয়তন 720*480 পিক্সেল এবং 5:1 হারে সংকুচিত হয়।

এমজেপিইজি-র মতো ডিভি কে বাড়ানো বা কমানো যায় না। এটার পর্দার আকার ছোট করা, পর্দার আকার বা তথ্য আদান-প্রদানের মাত্রা পরিবর্তন করা যায় না। ছবির মানের দিক দিয়ে ডিভি ফরমেট প্রায় বেটাক্যাম ও এমআইআই এর কাছাকাছি। দুই প্রকার ডিভি ক্যামেরা আছে, ডিভক্যাম ও ডিভিসিপ্রো। এ দুটাই টিভি অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মূলত, বেশিরভাগ সময় ডিভি বলতে আমরা মিনি ডিভি কেই বুঝি। এটা খুব সাধারণ পর্যায় এর ডিভি ফরমেট। এর ভিডিও ছবির মান বেটাক্যাম এর মতো নয়, তবে এস-ভিডিও থেকে অনেক ভাল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।