আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিং এর কি অবস্থা আপনাদের এলাকায়?

জীবনে চলার পথ আর ফেরার পথ এক নয়...
প্রবীনরা বলেন যে বৈশাখ/ জৈষ্ঠ্য মাসের গরমে কাঠাল পাকে আর বাঘে পলায়। আর এখনকার দিনে গরমকালে আমরা শহুরে মানুষেরা যে জিনিশটার সাথে বসবাস করতে চাইনা কিন্তু করতে বাধ্য হই সেটা হল লোডশেডিং। এর যে কি কষ্ট তা ভুক্তভোগী মাত্রই জানেন। আমি ঢাকা শহর ছেড়েছি ২০০২ সালে। তখনও প্রচুর লোডশেডিং হত কিন্তু পেপারে পড়ি যে গত কয়েক বছর পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে চলে গেছে - অন্তত শহুরে মানুষদের জন্য।

সবাই অতিষ্ঠ। তবে আমাদের যেসব আত্মীয়স্বজন মফস্বলে বা গ্রামে থাকেন তাদের কাছে শুনেছি লোডশেডিং এতটা খারাপ না সেসব জায়গায়। এদিকে সরকার আর বিরোধী দল সবসময়ই ইট-পাটকেল ছুড়ছে অন্যদের লক্ষ্য করে। সবাই ভাবে দোষ অপর পক্ষের। মাঝখানে আমরা সাধারন মানুষেরা পড়ি বাটে।

আসলে এইমাসে দেশের নানা শহরে ইলেক্ট্রিসিটির অবস্থা কি? প্রিয় পাঠক, আপনি যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি এখন? লোডশেডিং এর পরিস্থিতি কি গত বছরের তুলনায় ভালো না খারাপ না একই রকম আছে? অগ্রিম ধন্যবাদ মন্তব্যের জন্য।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.