আমাদের কথা খুঁজে নিন

   

মুদ্রা

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...

তুমি মুদ্রার এ পিঠ দেখেছো, দেখোনি কখনও ও পিঠ দেখোনি তুমি শুধুই আমায় দেখেছো, দেখোনি কখনো আমাকে দেখোনি আমি তোমায় দেখেছি আর তোমাকেও দেখেছি যতই দেখেছি ততই ভেবেছি, তুমিতো ভাবনি তুমি মুদ্রার এ পিঠ দেখেছো, দেখোনি কখনও ও পিঠ দেখোনি। । আমি তোমাকে যতবার বলেছি তারও বেশি যে ভালোবেসেছি আমি যতবার হেসেছি তারও বেশি যে আমি কেদেঁছি তুমিতো কাঁদনি, তুমি ভালোবাসনি তুমি মুদ্রার এ পিঠ দেখেছো, দেখোনি কখনও ও পিঠ দেখোনি। । আমি তোমা হতে যা কিছু পেয়েছি তারও বেশি যে চেয়েছি আমি যতবার জিতেছি তারও বেশি যে আমি হেরেছি তুমিতো হারনি, তুমি ভালোবাসনি তুমি মুদ্রার এ পিঠ দেখেছো, দেখোনি কখনও ও পিঠ দেখোনি।

। (আরো একটা গান। এই গানটা একটু অন্যরকম। আমার লেখা প্রথম গান। অনেকদিন চেষ্টার পর সেই প্রথম অর্থবোধক কিছু একটা দাড়ঁ করাতে পেরেছিলাম।

এই গানটা আমরা অনেকবার সুর করার চেষ্টা করেছি। আমরা কোন সামন্জ্ঞস্য সুর দাড়ঁ করাতে পারিনি। অবশেষে ব্যর্থ হয়ে চেষ্টা বাদ দেই। সেও তো আজ প্রায় পাচঁ বছর হলো। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।