আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তি ও মুদ্রা

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

নিরীহ মাটির মূর্তি কিবা তার দোষ তার প্রতি কেনো তব হেন আক্রোশ? পুঁজিলে মাটির ঢেলা তব পাক নামে পৌঁছে না সে কি তবে আরশে-মকামে? দেখো না কাগজি মুদ্রা তব চোখে সাঁই? সেই তো জগতে ঘাগু তাগুতের চাঁই। মুদ্রার হুকুম করে দুনিয়া তামিল- তার শান তাল হলে তুমি নও তিল। ইবলিস দেখি নাই দেখিয়াছি পুঁজি রুজির সুরতে ঘুরে সব গলিগুঁজি। পুঁজির মহিমা গাহে তামাম জাহান তবু তুমি চুপ রহো বোবার লাহান। কাগজও মাসুম প্রভু, পাপী মূল্যমান জাহেরে কাগজ রূপ বাতেনে শ'তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.