আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার মার্কেটে কেন ভালুক আর ষাঁড় এর প্রতীক ব্যাবহার করা হয়

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা
শেয়ার মার্কেটে প্রায়ই বেয়ার মার্কেট আর বুল মার্কেট এই টার্ম দুটি ব্যাবহার করা হয়। এই দুটি টার্ম দিয়ে মূলত মার্কেটের দুটি ট্রেন্ড বুঝানো হয়। ইনভেস্টর দের মতে, বুল মার্কেট হচ্ছে, a prolonged period in which investment prices rise faster than their historical average অপর দিকে, বেয়ার মার্কেট বলতে বোঝায়, a prolonged period in which investment prices fall, accompanied by widespread pessimism কবে থেকে এবং কিভাবে এই দুটি প্রাণী স্টক মার্কেটের প্রতীক হিসাবে ব্যাবহৃত হতে শুরু করল, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যায় না। Motley Fool এর মতে, বেয়ার মার্কেট বলতে মার্কেটের পতনশীল অবস্থা বোঝায় কারণ ভালুক তার শিকারকে উপর থেকে থাবা দিয়ে নিচার দিকে আক্রমণ করে (because bears tend to swat at things with their paws in a downward motion, as in the market's going down)। অপরদিকে বুল মার্কেট দিয়ে বাজারের লাভজনক অবস্থা বোঝায় কারণ ষাঁড় শিং এর মাধ্যমে নিচু থেকে উপরের দিকে তার শিকারকে আক্রমণ করে। অনেকে মনে করে থাকেন এই নামকরণের পেছনে আছে এই দুটি প্রাণীর মানসিকতা। ভালুক সাবধানতার সাথে সামনে এগোয়, অন্যদিকে ষাঁড় বেপরোয়ার মত আক্রমণ করে। তাই "bearish" ইনভেস্টর বলতে বোঝায় তাদেরকে যারা সসময় মনে করে বাজারে পতন হবে, আর "bullish" ইনভেস্টর বলতে বোঝায় তাদেরকে যারা মনে করে বাজারের অবস্থার উন্নতি ঘটবে। উপরের ভাস্কর্যটা ফ্রান্কফুর্ট স্টক এক্সচেন্জ এর সামনে অবস্থিত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.