আমাদের কথা খুঁজে নিন

   

মহসিন হলে গোলাগুলি : আহত অর্ধশতাধিক

s

মহসিন হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সোমবার রাত ১০টার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা চলছিল। এরপর আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহসীন হল ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় ৭ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে আহত প্রায় ৫৬ জন ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছে সোহেল (২২), আশিকুর (২৩), হিমালয় (১৯), আবুল কাশেম (২০), আশিস (১৮), নুরুজ্জামান (২০), কামরুল (১৮), মাসুম (১৮), হাসান (১৮), হিমু (২৫), মাহিউদ্দিন (২৫), কৌশিক (২৫), অর্ণব (২০), বিপ্লব (২২), সালাম (২০), আল আমিন (২০), মোহন (২২), তানভীর (২০), মীর মোহায়মেনুল (২০), আরিফ (২২), ইসরাফিল (২২), জহিরুল (২২), সালাম (২২), হাবিবুল্লাহ (২২), মোস্তাকিন বিল্লাহ (২০), রাসেল (২০), সুমন (২০), সুজন (২৩), আলী আজাদ (২০), জহির (২১), তুহিন (২০), রকিব (২৩), জোবায়েদ (২২), কাশেম (২০), আশিক (১৮), সনি (২২), ইশরাত (২২), শফিক (২৩), সাইফুল (২০) ও মুন্না (২২)। জানা গেছে, মহসীন হলের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি (সভাপতি মো. আলিফ গ্রুপ) দীর্ঘদিন ধরে ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অত্যাচার চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে মহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন গ্রুপ, রাহাত গ্রুপ ও সভাপতি গ্রুপ (এক অংশ) আজ ভোরে মাহি গ্রুপের ওপর চতুর্মুখী হামলা চালায়।

এ সময় টিভি রুম, গেস্ট রুমসহ প্রায় ৪০টি কক্ষের কম্পিউটার ও আসবাবসহ অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের গোলাগুলিতে ও অস্ত্রের আঘাতে অর্ধশতাধিক আহত হয়। আহতদের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাবি মেডিকেল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ক্যাম্পাসে টহল দিচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.