তিনি বলেছেন, “যুদ্ধ করলাম আমরা আর বীর উত্তম, বীর প্রতীক খেতাব নিলো সেনাবাহিনী। এজন্যই জিয়াউর রহমানের উত্থান। আওয়ামী লীগ নেতারা এজন্য দায়ী। তখনকার নেতারা দায়ী। ”
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় একথা বলেন তিনি।
সৈয়দ মহসিন আলী বলেন, “ছাত্রলীগের তৎকালীন নেতাদের বীর উত্তম, বীর প্রতীক খেতাব দেয়া উচিৎ। তারাই জাতিকে যুদ্ধে নিয়ে গেছে। এটা ছিলো জনযুদ্ধ।
“বঙ্গবন্ধুর নামে লাল ঘোড়া দাবড়ে দেয়ার কথা ছড়ানো হয়েছে। তারা অনেকেই এখানে আছে।
বুকে ব্যাথা নিয়ে সংসদে এসেছি। ”
গত ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিষয়ে বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানিয়ে মন্ত্রী বলেন, “আমি চ্যালেঞ্জ জানালাম, আপনারা আসেন এই ১৫৩টি আসনে আবার নির্বাচন করেন। ইউ উইল ডেফিনেটলি লুজ।
“দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্র হচ্ছে। জামাত-বিএনপি লবিস্ট নিয়োগ করেছে।
”
মহসীন আলীকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ১৮ মিনিট সময় দিলেও এক দফা সময় বাড়িয়ে দেন।
এরপরেও তার বক্তব্য শেষ না হলে ডেপুটি স্পিকার বলেন, “ইউ প্লিজ কন্টিনিউ। ”
প্রথমে বাংলায় শুরু করলেও পরে প্রায় পুরো বক্তব্য ইংরেজিতে দেন সৈয়দ মহসিন আলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।