আমাদের কথা খুঁজে নিন

   

ক্যারেকটার ঢিলা হে.......!

হাজারো প্রশ্ন চারপাশে....

প্রতিদিন অফিসে এসে কাজ হয়ে গেলো একটাই , বসের চোখ ফাকি দিয়ে লুকিয়ে লুকিয়ে তোমায় দেখা, আর দেখবোই বা না কেন? তোমার মসৃন চকচকে গ্রীবা, হাতের মোচড়ের সাথে সাথে তোমার সাড়া দেয়া ! উফফফফ....আই কান্ট এক্সপ্লেইন এ্যানিমোর। অফিস কলিগরা বলছে -উ আর এ গ্‌ন কেইস ম্যান ! ম্যানিয়াক ও বলছে কেউ কেউ/#। বলবেই না কেন, যতো প্রসেসে তোমাকে খুলে দেখা সম্ভব! সবই যে করেছি! না দেখলেও যে মনের জ্বালা যায়না। তোমাকে সামনে থেকে দেখার জন্য তোমার বাসায় সামনে কতবার গিয়ে দাড়িয়েছি, তোমার গার্জিয়ান বিরক্তও হয়েছে, হয়তো ভ্দ্রতার খাতিরে কিছু বলতেও পারেনি... কিন্তু এখন......................! ! গতকাল রাতে তুমি এসেছো আমার দুই হাতের মাঝে, তোমার মুখ থেকে আড়াল টা সরিয়ে শুধু বলেছি, আমার ক্যারকটার কিন্ত ঢিলা না !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।