একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...
ভালো-মানুষ দোকানে গিয়েছেন, লবন কেনার জন্য. . .
"এই যে ভাই, আ আ আমি 'ভালো-মানুষ', অত্র্যন্ত 'ভালো-মানুষ' সারাদিন রিক্সা চালাই, আর রাতে ব্লগিং করি। আমার আবার নিজের একটা গাড়ী আছে, মাঝে মাঝে ওটা চালাই। একসময় একটা লবনের কোম্পানির মালিক ছিলাম। আমি কিন্তু ভাই 'ভালো -মানুষ', অত্যন্ত ভদ্র, নম্র, চর্ম, আকার, বিকার, এককথায় অত্যন্ত ভালো-মানুষ। আ আ আমাকে এক কেজি 'গোল্লা সল্ট' দেন।
"
'ভালো-মানুষ', এটা কি আপনার নিক নেম?
শোনেন, ভালো করে শোনেন, সত্যিই একজন ভালো মানুষ হওয়ার চেষ্ট করেন। মানুষ সৃষ্টির সেরা জীব এবং মানুষ-ই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। সুতরাং এমন কিছু করুন যাতে করে আপনাকে এনিমেল বলতে না হয়।
যে ভালো মানুষ তাকে 'ভালো-মানুষ' নিক নেম রাখতে হয়না। যে ভালো মানুষ সে সবার অন্তরে স্থান পায়, কোনোপ্রকার বাহ্যিক বিগগাপণ ছাড়াই।
আর একটা কথা বলি, রাগ করবেন না। আপনার জীবন কিন্তু একটাই। এই এক জীবনকে সুন্দরভাবে কাজে লাগান। এমন কিছু করেন যেনো পৃথিবী আপনাকে মনে রাখে। কি করবেন সেটা আপনার ব্যাপার।
প্রতিটা মানুষের জীবনই তার নিজের হাতে, এবং প্রতিটা মানুষই অনেক কিছু করতে পারে, অনেক বড় হতে পারে, যদি সে চায়। এজন্য জীবনকে নিয়ন্ত্রন করতে হয়, সময়কে নিয়ন্ত্রন করতে হয়। (দাগ দেওয়া অংশটুকু সংযোজন করা হয়েছে. . .)
আর, ভার্চুয়াল ক্যারেকটার তৈরী করে মানুষকে বিরক্ত করা এক ধরনের অপরাধ. . .
******************************************
আমারই একটি লেখার মন্তব্য থেকে সরাসরি. . .
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।