এখন সামার টাইম । South Yorkshire বিচে তারেক রহমান তার ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিল । সাথে ছিল যুক্তরাজ্য বিএনপির সভাপতি কোমর উদ্দিন ।
তারেক রহমানের সকল অপকর্মের ভাগিদার এবং কোষাগার ছিলো কোমরুদ্দিনের হেফাজতে। ট্যুরে গিয়ে ভাগ বাটোয়ারার হিসাবের কি ব্যাপার স্যাপার ছিল ।
তাছারা টিক টিকিরা টিক টিক করছিল কোমরউদ্দীনের সাথে যুবরাজের তথ্য নেবার জন্যে । তাই সবাই এক সাথে ট্যুর ও হবে হিসাব ও হবে কিন্তু ......
ভাগবাটোয়ারার গোলমালের কোমরউদ্দীনের প্রতি যুব রাজ হয় প্রচন্ড নাখোশ । কি করা যায় ।
মাতাল অবস্থায় আরো মদ গিলিয়ে কেল্লা ফতে করে দিল তারেক রহমান ।
কোমরুদ্দিন তারেক জমাকরা অর্থ ফেরত দিতে অস্বীকার করেছে ।
যা সে ইতিপুর্বে মেরে দিয়েছে। আর কোমরুদ্দিনের উপর অনেক চাপ এসেছিলো তারেকের অর্থ পাচারের কাহিনী ফাঁস করে দেবার জন্যে।
কোমরুদ্দিনের ১৩ টি হোটেল রেষ্টুরেন্ট রয়েছে এবং একজন হুন্তাডি ব্যবসায়ী হিসাবে তারেক জিয়া ২০০১ থেকে শুরু করে ২০০৬ পর্যন্ত কোটি কোটি টাকা লন্ডনে কমরুদ্দিনের নামে হুন্ডি করেছে। কোমরুদ্দিনের হুন্ডি ব্যবসায় এবং নতুন ৩ টি রেষ্টুরেন্ট এর সকল অর্থ তারেকের পাচার করা।
তারেক লন্ডনে যাবার পর থেকেই পাচারকৃত অর্থের ভাগাভাগি নিয়ে অন্ত্রদ্বন্দ্ব চলতে থাকলেও কেউ মূখ ফুটে সরাসরি বলতে পারেনি ।
আশা করি বিষয়টি ব্রিটিশ সরকার অবশ্যই ক্ষতিয়ে দেখবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।