আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় তারুণ্য উৎসব-চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বুদ্ধিদীপ্ত সাদা আলোর বলয় ঘেরা খুব বোকা আমি। পারছিনা বলয়টা ভেঙ্গে নিজেকে মুক্ত করতে।।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ডিবেটিং সোসাইটি (CUET DS) দ্বিতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে তারুণ্য উৎসব। ১২-১৪ মে এটি অনুষ্ঠিত হবে। এখানে থাকছে--  3rd Inter University Debate competition  2nd Inter University Project Exhibition and Competition  2nd Inter University Cultural Festival  Inter University Photography Exhibition and Competition  Inter University Short Film Competition  Inter School Debate Competition  Inter College Debate Competition দেশের যেকোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই ইভেন্ট গুলতে অংশ নিতে পারবে।(ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহন গ্রহণযোগ্য নয়। ) প্রতিটি বিষয়ে অংশ গ্রহনের ক্ষেত্রে কিছু নিয়ম এবং রেজিস্ট্রেশান ফর্ম। বিস্তারিত জানতে এবং অংশ গ্রহন করতে যোগাযোগ করুন- প্রেসিডেন্ট CUETDS-01717716244 (জাহিদ বাসার) 01670987311(তমাল) অথবা মেইল করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.