কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
গতিময় জীবনের পথে সর্বদা
ক্লান্ত আমি খুঁজে ফিরি পূর্ণতা।
গন্তব্য খোঁজার আমৃত্যু প্রয়াস
আসে না তবুও জীবনে পূর্ণতা।
বহতা নদীর জলের ন্যায়
জীবন নদীও হচ্ছে বহমান।
জীবন তরি খোঁজে ফিরে কুল
নিষ্ফল প্রাপ্তিতে হই ম্রিয়মাণ।
অপূর্ণ প্রাপ্তিতে পূর্ণ এ জীবন
অহর্নিশি ব্যর্থ চেষ্টায় ছিলাম ব্রত।
চাওয়া পাওয়ার স্বাদ মেলেনি কভূ
এঁকেছে চিহ্ন সর্বদা ব্যর্থতার ক্ষত।
পূর্ণতার আস্বাদ কভূ পাওয়া হয়নি
কিসে পাই সে স্বাদ না জানি।
এখন আর চাইনা আমি পূর্ণতা
অপূর্ণতাই আমার হোক জীবনের পূর্ণতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।