আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেলের পড়ালেখা বাংলায় আলোচনাঃ রক্ত, প্রথম পর্ব

কারার ঐ লৌহ-কপাট ভেঙ্গে ফেল কর রে লোপাট রক্ত-জমাট শিকল পুজার পাষাণ-বেদী ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচী-র প্রাচীর ভেদি এটি একটি পরীক্ষামূলক পোস্ট। আমি কোন বড় মাপের physiology বিশেষজ্ঞ নই, আমি নিতান্তই একজন মেডিকেলে পড়ুয়া ছাত্র।আমার জুনিয়র দের মধ্যে অনেকেই বলে ভাই এই জিনিসটা একটু বুঝিয়ে দেন না। আমি বলি ভাই এইতা তো সহজ, যখন সোজা কথায় বাংলা ভাষায় বলি তখন অনেকেই বোঝে কিন্তু বইয়ের জটিল ইংরেজিতে লেখা অনেকেরই বুঝতে কষ্ট হয়।তাই ভাবলাম ধাপে ধাপে যদি একটু করে লিখে physiology এর মুল বোঝার মত অংশ টুকু তুলে ধরতে পারি তবে খারাপ কি? আমি এর আগেই বলেছি আমি বিশেষজ্ঞ নয়, মেডিকেলের বিষয়গুলো সোজা ভাষায় বলতে গেলে অনেক সময় কিছু ভুল হতে পারে,যেমন গাইডগুলোতে হয়, সেই রকম ভুল যদি কার চোখে পরে তবে অনুগ্রহ করে বলবেন, আপডেট করে দেওয়া হবে।শুধু তাই নয় যদি কোন বিষয় আলোচনা করার সময় ঐ বিষয় সব সময় করার হয় এমন কোন বিষয় বলতে ভুলে যাই তবে মনে করিয়ে দিলে খুশি হবে। প্রথমেই যদিও General Physiology আলোচনা করা উচিত তবে আমার সুবিধার জন্য আমি রক্ত দিয়ে শুরু করছি। আমরা এই আলোচনাকে কয়েকটা ভাগে ভাগ করবো। এটি প্রথম পর্ব।পরবর্তী পর্বগুলোর আগমন নির্ভর করছে এই পর্বের সাফল্যের উপরে, আমরা মুল আলোচনায় ঢুকে পড়ি নিচের লিঙ্কে ক্লিক করুন রক্ত, প্রথম পর্ব

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.