ছেলেটা মাঝে মাঝেই জানালা দিয়ে
আকাশ দেখে
দেখে মেঘ আর পাখীদের উড়ে চলা
নীচের সড়কের গতিময় জীবন
প্রতিদিনই একই রকম লাগে।
স্কুলের হোমওয়ার্ক শেষ হলে
ভিডিও গেম আর টিভিটা যখন ক্লান্ত করে
তখনই সে সুপারম্যান নয়ত ব্যাটম্যান
ঐ খোলা আকাশের বুকে।
ডালিম কুমারের কথা সে শোনেনি কখনও
জানেও না সে পঙ্খীরাজের কথা
রাজকন্যা আর দৈত্য দানো অর্থহীন তাই
ছোট্ট দুটি চোখে।
মাঝে মাঝেই সে আকাশ দেখে
দেখে ব্যাটম্যান আর সুপারম্যানের
উড়ে চলা।
১৯/১১/২০০৯ রাত ৮টা ৪৬মিনিট
মিরপুর, ঢাকা
(ছবিটি আমার পুত্রের। ৩ বছর আগে তোলা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।