পৃথিবীর একমাত্র অপরিবর্তনশীল বস্তুটি হলো পরিবর্তন...
ছোটবেলায় যখন সাধারণ জ্ঞাণ কাকে বলে সেই কথাটি বোঝার মত বোধ আমাদের হয়নি, তখন একটা প্রশ্নের উত্তর আমরা খুব ভালো করে পারতাম।
" ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? "
-"বুড়িগঙ্গা নদ।"
বড় হতে হতে এই নদী বা নদ যা-ই বলা হোক না কেন, তার কথা আমরা ভুলেই গিয়েছি। বুড়িগঙ্গা মানে এখন কালো পানি আর দুর্গন্ধযুক্ত এক অসহনীয় পরিবেশ, যার জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা ভুলে যাই আমাদের জন্য এই নদীটি আজ মৃতপ্রায়। এই উপর থেকে চকচকে শহরটার সবটুকু কলুষতা নিজের মাঝে নিয়েই এই শহরটাকে বাঁচিয়ে রেখেছে এ নদীটি। আমার এই ব্লগটা তাই আজ ঐ কালো পানির জন্যই। ঐ কালো পানিটার মাঝেও আছে অন্যরকম এক সুন্দর, এখনো আছে জীবনের স্পন্দন।
অজানা গন্তব্যে
ফ্লিকার লিঙ্ক
ফ্লিকার
অবশেষে সূর্যাস্ত।
সোনার তরী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।