আমাদের কথা খুঁজে নিন

   

মৃতপ্রায় নদী- আমার জীবন ভাবনা


একঝাক পাখি উড়ে গেল আকাশের নীল ঘেষে বসেছিলাম আনমনে মৃতপ্রায় এক নদী তীরে ধীর লয়ে বাজে বাতাসের ঝিরঝির গান স্নান শেষে আলুথালু বধু ফেরে ঘরে ওপারে কাদাজলে কিশোরের দল কোলাহল, দৌড়ঝাপ, দূরন্ত কৈশর। মৃতপ্রায় নদী-মুমূর্ষ ঢেউহীন, জীর্ণ এক বৃদ্ধ মুগ্ধ বিষ্ময়ে ভাবে- পথ বাওয়া বুঝি সেশ হলো কলকল ছলছল সেইসব দিন বিলীন আজ অতীতের মাঝে- অপেক্ষাই শুধু অথবা আক্ষেপ। একদিন- সেদিনের কথা; হাটুরের দল কোলাহল, তারুন্যের টগবগে স্মৃতিগাঁথা গড়ে ওঠা গ্রাম, বাজার, বসতী প্রতি ভোরে জেলে বউ জল নিয়ে ফেরে ঘরে তার স্বামী জাগে- যাবে জলে রুপোর খোঁজে। নদী আজ মৃতপ্রায়, প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা বিদায়ের বিষাদের নয়। গড়ে ওঠা এ বসতী, এই মেঠোপথ, কুড়েঘর অপর এক নাম জীবনের, বুঝি নদীর আরেক রূপ। ঝুপ করে সন্ধ্যা নামে- নদইর বুকে ভাঙে ছোট ঢেউ। কেউ মনে রাখবেকি ভাবেনি নদী; শুধু ক্ষীণ দেহে বয়ে যায়। এখানে ঝিরঝির বাতাস আর নদীর ক্রন্দন শুনি কে যেতে চায় ফিরে ছেড়ে আপন ঠিকানা? তবু একদিন অবসান হয় সব অপেক্ষার- সব শেষে তুলে আনি একটি কবিতা।। উৎসর্গ: তোমাকে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।