আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....
একটি বিকেলের অনন্ত প্রতীক্ষার
কাছে ফিরে যাওয়া যদি যেত,
দূরাগত বিন্দুসমূহের
ক্রমঅবয়বপ্রাপ্তির সাথে
বাজতে থাকা দামামায়
কিংবা-
পরবর্তী বিন্দুটিতে
গভীর প্রত্যাশায় পেতে রাখা
আশাহত চোখের কাছে।
নিহত আশাসমূহ আদপে তখন
রূপকথার ফিনিক্স ।
আত্মভস্ম থেকেই যার শুরু -
আর প্রতিটি শুরুই ছিল
তার পূর্বসূরির চেয়ে
অধিকতর শক্তিশালী ।
একটি বিকেলের অনন্ত প্রতীক্ষার
কাছে ফিরে যাওয়া যদি যেত.......
আজ বিবর্ণ বিকেলের এই
অনির্দিষ্ট অসারতম পূর্নতা
নতজানু প্রার্থনায়
তীব্রতম প্রতীক্ষাকেই-
জীবনের গন্তব্য চেয়ে নিত ।
**********
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।