নিজের জন্য চাওয়া নেই, শুধু চাই অন্যের মুখের হাসি
গ্রীষ্মের ভরা পূর্ণিমায় মন চাইবে তোমার পাশে বসে বর্ষাটাও কাটিয়ে দেই টিনের চালে বৃষ্টির শব্দ শুনে। এভাবেই চলে আসবে শরৎ। শরৎ এর দুপুরের স্নান শেষে তোমার লাবণ্যময়ী চেহারা দেখে মনে হবে তোমার কোলে মাথা রেখে হেমন্তে গাছের ছায়ায় দুইটা মাস এমনিতেই কাটিয়ে দিতে পারবো। এভাবেই কল্পনা আর বাস্তবে চলে আসবে শীতকাল। ভোরের শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে তোমার হাতে হাত রেখে শত কষ্টেও মনে আনন্দের জোয়ার বইবে।
আর বসন্তে তোমার চুলে কৃষ্ণচূরার লাল আভা দেখব আর হারিয়ে যাব; আমি আর আমার মন দুটোই, আর তার সাথে শুনব কোকিলের গান। এভাবেই কেটে যাবে বারো মাস।
"আমি অনেক ভেবে লিখেছি, আর এর মাঝে অনেক কিছুই মিসিং বলব। কিন্তু চাই ভিন্ন কিছু লিখতে। নতুন স্ক্রিপ্টের এই লাইন গুলো খুবই ভালো লেগেছে।
তাই সকলের সাথে এই ভালোলাগা ভাগ করলাম"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।