আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.।
গতকাল সকালে বরিশাল এসে পোছাই। কিন্তু আসার পর থেকে কারোও সাথে নিজের মোবাইল দিয়ে ঠিক মত কথা বলতে পারতেসি না।
এয়ারটেল এর নেটওয়ার্ক এর যা অবস্থা। এক এদিকে নেই নেটওয়ার্ক আছে। এক পা পিছাই নেটওয়ার্ক নাই। শালার বালের নেটওয়ার্ক। একটু পর পর লাইন কেটে যায় অথচ পুরা ১ মিনিট এর টাকাই কাটতেসে।
ওয়ারিদ থাকাকালীন অবস্থায় নেটওয়ার্ক অনেক ভালো ছিলো। এই কিসের পাল্লায় পড়লাম ?? গত ৪ বছর ধরে এক নাম্বার ইউজ করতেসি। নাম্বার পালটা তেও চাচ্ছি না। আবার খরচ ও কম কিন্তু তাই বইলা এইটা মাইনা নেওয়া যায় না !!
এয়ারটেল এর গুষ্টি কিলাই।
মানিব্যাগ এ একটা জিপি সিম ছিলো।
এসে দেখি সেইটাও নাই। এযেন মরার উপর আবার ঘা!!! জিপি গুলা তো আবার কুত্তা। টাকা ভরতে না ভরতেই শেষ। যামু টা কই ??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।