আমাদের কথা খুঁজে নিন

   

জাতির কাছে জবাবদিহিতা

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। । মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে পরিচয় দিয়ে অনেক নাটক করেছেন, নিজেরাও নেচেছেন কিংবা রাজাকারের হাত ধরেছেন।

যার ফলস্রুতিতে ওই রাজাকার, মা-বোনদের ধর্ষনকারীরা এখনও বীরদর্পে আমার বাংলা মা'র দেহে উপর এখনও চষে বেড়াচ্ছে, ওরা আবারও আজ স্বাধীনতার ৪২ বছর পর আমার বাংলা মা'র আঁচল আমাদের জাতীয় পতাকা ছিঁড়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে, ওরা আমাদের পবিত্র ধর্মশালার মুসুল্লি ভাইদের নামাজের জায়নামাজ পুড়িয়েছে, ওরা মুসুল্লি ভাইদের মোনাজাত করতে দেয়নি, ওরা মুসুল্লি ভাইদের প্রিয় নবীর সুন্নাত নামাজটুকু আদায় করতে দেয়নি, ওরা আমাদের পবিত্র ধর্মকে পুঁজি করে, ইসলামের ব্যানার ব্যবহার করে মানুষকে পথভ্রষ্ট করছে। এই জারজগুলো হিন্দু সম্প্রদায়ের ধর্মাশালা ভেঙ্গেছে, পুড়িয়ে দিয়েছে বাড়ি-ঘর। ৪৫ হাজার পরিবারকে অন্ধকারে ঠেলে দিয়েছে। লাখো শিশু, যুবককে পথভ্রষ্ট করতে লিপ্ত। আমি সরকারি দল তথা ক্ষমতার আসনে থাকা দলকে আজ প্রকাশ্যে বলছিঃ আমি মুক্তিযুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ দেখিনি ।

কিন্তু পড়েছি ইতিহাস, শুনেছি ইতিহাস বাবা-মা'র কাছ থেকে, শুনেছি সেই ৭১ এর নয় মাসের প্রতিটিদিনের কালো রাতের কথা, শুনেছি বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ভাষন। আমি ওই পশুদের ক্ষমা করবনা, ক্ষমা হতে দেবনা এবং এটা আমার শপথ। আপনারা ওয়াদা করেছেন, এদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করবেন। এখনও আমরা চেয়ে আছি আপনাদের দিকে, শাস্তি বাস্তবায়ন এখনও আমরা পায়নি। আমরা তাকিয়ে আছি আপনাদের দিকে আপনারা আপনাদের ওয়াদা পূরন করবেন, জাতিকে কলঙ্ক থেকে মুক্ত করবেন।

নতুবা জাতি এবার আপনাদের ক্ষমা করবেনা, আমরা আপনাদের কখনই ক্ষমা করবনা। আমরা বাঙালী জাতি, নির্ভিক সৈনিক। আমরা জানি কি করে আমাদের বাংলা মা'র সম্ভ্রম রক্ষা করতে হয়, জানি কি করে মানচিত্র ছিঁনিয়ে আনতে হয়। জয় বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.