শামিম সরওয়ার : মহেশখালীতে একই পরিবারের ৫ জনের বিষপানে ২জন মারা গেছে। ৩জনকে অসুস্থ অবস্থায় কঙ্বাজার সদর হাসপাতাল ও মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, মহেশখালী উপজেলার বড় মহেশখালীর দেবাঙ্গা পাড়াস্থ পাহাড় সংলগ্ন এলাকার আবদুল আজিজ (৪৫) এর সাথে তার স্ত্রী সহ পরিবারের লোকজনদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ১৯ এপ্রিল রাত ৮টার দিকে স্বামী আবদুল আজিজের অনুপস্থিতিতে স্ত্রী ওয়াজ খাতুন (৩৬) মেয়ে জন্নাত বেগম (১১), কাউছার (৯), পারভেজ (৭) ও রূপা আক্তার (৩) বিষ পান করে।
পরে আবদুল আজিজ ও তার এক নিকট আত্মীয় দৈনন্দিনের কাজ সেরে বাড়ী এসে দেখে স্ত্রী পুত্র ও মেয়েরা বিষপানে মাটিতে চটপট করছে। এলাকাবাসীর সহযোগিতায় সবাইকে উদ্ধার করে প্রথমে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে তৎৰানিক পুত্র পারভেজ ও কন্যা রূপা আক্তার মারা যায়। এ সময় অন্যদের অবস্থা অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক ওয়াজ খাতুন ও জন্নাত বেগমকে কঙ্বাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মধ্যে জন্নাতের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এদিকে ঘটনার পরপরই মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরম্নজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, বিষপানের মূল রহস্য উদঘাটন হয়নি। তবে ব্যাপক তদনত্দ চলছে।
সূত্র:- কক্সবাজার নিউজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।