এ সময় পুলিশের চার সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার গভীর রাতে এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (৩০) উপজেলার কালারমারছড়ার কালাগাজীর পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।
আহত পুলিশের এসআই শাহনেওয়াজ (৪০), হাবিলদার আতিক (৪২), কনস্টেবল এমদাদ (৩৯) ও ওসমানকে (২৮) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের ১১ জানুয়ারি হোয়ানকের কাঠালতলী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা এসআই পরেশ কারবারি।
দেলায়ার ওই মামলাসহ ১০টি মামলার পলাতক আসামি বলে তিনি জানান।
তিনি আরো জানান, সোমবার রাত আড়াইটার দিকে গোপন আস্তানায় বৈঠক করার খবর পেয়ে পুলিশের একটি দল কালারমার ছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকায় অভিযান চালায়।
এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ সময় দেশে তৈরি তিনটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ২৮ রাউন্ড কার্তুজ ও একটি রাম দা উদধার করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।