রোববারের এ বৈঠকে শিক্ষকদের দাবি-দাওয়ার বিষয়ে ৪/৫ তারিখ সিদ্ধান্ত হবে বলে জানান উপাচার্য।
তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।
শিক্ষকদের পদোন্নতির নীতিমালা, পারিতোষিক বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের ভবন নির্মাণ, শিক্ষকদের বসার জন্য ভালো জায়গা এবং শিক্ষকদের বিভাগীয় অফিসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন দাবিতে ২৩ জুলাই থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকা লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলছে।
অচলাবস্থা কাটাতে রোববার শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য ড. আমির হোসেন খান।
কর্মবিরতি ও ধর্মঘট চললেও বিশ্ববিদ্যালয়ের পূর্ব ঘোষিত পরীক্ষা আন্দোলনের আওতামুক্ত রাখা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।