আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা

? ? ?

জানুয়ারী 27 কুমিল্লা অফিস পার্টি। মূলত জাভা -র পার্টি আমি আর শুভ্র যাচ্ছি একস্ট্রা হিসাবে। আমি ডিজাইনার আর ও টেস্টার। বাস ছাড়ল সায়েদাবাদ থেকে প্রায় পৌনে এগারটার দিকে। আমরা সরাসরি কুমিল্লা শহরে যেয়ে নামলাম।

সেখানে হোটেল ডায়ানা-তে দুপুরের খাবার খেলাম। খাবার শেষ করে আমি টেবিলে বসে হাত মুছছি আর শুভভ্র এসে বসছে। এমন সময় মামুন ভাই নামে এক ওয়েটার (মামা) এল। আমার গায়ের সাথে গাঁ সেঁটে দাঁড়াল। বলল, মামা, বোতল-টোতল লাগব নাবি।

ভাল বোতল আছে। আমি শুভ্র-র দিকে তাকালাম। ওর চোখ জ্বল জ্বল করছে। আমারও। শুভ্র বলল, দাঁড়ান, বস (শাহরিয়ার ভাই)-কে জিজ্ঞেস করি।

কাজ হয়ে যাবে। আমি ভাবলাম, এখনও ঘুড়ে দেখা শুরুই হয় নি। এর মধ্যেই যদি খেয়ে টাল হয়ে যাই তো ঘুড়ে দেখা হবে না। তাই শুভ্রকে বললাম। তারপর মামার দিকে তাকিয়ে গলা নামিয়ে বললমা, আচ্ছা ইন্ডিয়ান বিয়ার হবে না ভাল? তা- হলেই আমাদের আপাতত হয়ে যাবে।

মামার চোখ বড় হয়ে গেল, জিহবায় কামড় কাটল। ছি ছি মামা, আমি তো সেভেন-আপ, কোক এর বোতলের কথা বলছিলাম। ওইসব বাজে বোতল এইখানে চলে না। ঠান্ডা ভাল কোক আছে। কয় বোতল দিমু কন।

আমি আর শুভ্র ভিমড়ী খাওয়া অবস্থা। বললাম, তাই তো। তাই তো। দেন দেন। সবাইকে কোক, স্প্রাইট দেন।

হোটেল থেকে টেম্পু স্ট্যান্ড এলাম। শহর থেকে ইংলিশ কবর হয়ে ময়নামতি ভাড়া চাইল 250 টাকা। দেড়শ টাকায় ভাড়া নিয়ে রওয়ানা হলাম। ইংলিশ কবরস্থান যেতে আমাদের প্রায় 30 মিনিট লাগল। এটা ক্যান্টনমেন্ট এর মধ্যেই।

730টি কবর সম্বলিত এ কবরস্থান বেশ সুন্দর। সবকিছু সাজানো গোছানো। 1945 সালে এদের মৃতু্য হয়েছিল। কিছু আগে পরের ও আছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ প্রায় সব ধর্মাবলম্বীর কবর আছে।

এখানে। সামনের দিকে খ্রিস্টান সৈন্যদের এবং পেছনে অন্যান্যদের কবর বেশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.