আমার আমি......
(এই ছবিটা আমার বন্ধুর তোলা)
দুইদিন পর সামুতে ঢুকলাম, কারন সামুর সমস্যা আমার না
(কত সুন্দর বানানে জানায় তাদের সমস্যা কবে যে ঠিক করবে আল্লাহ জানে )
( বন্ধুর বাড়ির আকাশ )
গিয়েছিলাম কুমিল্লা, বন্ধু অনুরোধে ঢেকি গিলতে । আমার ঘুরতে ভাল লাগে না প্রচন্ড অলস হওয়ার কারনে । তবে ঘুরে লাভই হয়েছে ছবি তুলতে পেরেছি অনেক তার কয়েকটা না শেয়ার করলেই নয় । জানাবেন কেমন তুললাম ।
(গিয়েছিলাম বৌদ্ধ মন্দিরে )
সি এন জি থেকে তোলাঃ
ময়নামতি এবং শালবনঃ
(আহা কবে যে এমন দোকলা হমু)
( একা পাখি বসে আছে শহুরে দেয়ালে ......... )
(তাল্গাছ একপায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে)
(ময়নামতির আকাশ দেখে, আকাশের প্রেমে পড়ে গিয়েছিলাম)
(পথশিশু)
আরও যা ছবি আছে তা দিয়ে আরও কয়েকটা পোষ্ট দেওয়া যাবে । শুধু আসার ছবিগুলা দিয়েই একটা পোষ্ট হবে । দুঃখজনক ব্যাপার হল খেতে পারিনি কুমিল্লার বিখ্যাত রসমালাই সময় সল্পতা এবং বৃষ্টি বাগড়া দেওয়ায় । তবে মজা করেছি অনেক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।