ব্যাচেলর', 'মেড ইন বাংলাদেশ' ও 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' চলচ্চিত্রের পর মোস্তফা সরয়ার ফারুকী নতুন ছবি পরিচালনা করতে যাচ্ছেন। এর নাম রাখা হয়েছে 'টেলিভিশন'। ছবিটির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন আনিসুল হক ও ফারুকী।
শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে স্টার সিনেপ্লেক্স এবং ফারুকীর ছবিয়াল প্রথমবারের মতো যৌথ প্রযোজনা করতে যাচ্ছে। এই বিষয়ে ফারুকী ও স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সময় হলে সব জানা যাবে।
আরও জানা যাবে এটি একটি আন্তর্জাতিক মানের কাজ হচ্ছে। যেখানে একজন জার্মান এবং একজন ফরাসি প্রযোজকও থাকবেন। চলতি মাসের শেষে তাদের সঙ্গে চুক্তিস্বাক্ষর করতে বার্লিন ও প্যারিস যাচ্ছেন ফারুকী।
'টেলিভিশন ' চলচ্চিত্রের চিত্রনাট্যটি এর আগে এশিয়ান সিনেমা ফান্ড থেকে চিত্রনাট্য উন্নয়ন পুরস্কার [স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড] জিতেছে। এছাড়া পুসান প্রমোশন প্ল্যান ও ফিল্ম বাজার ইন্ডিয়ার অফিসিয়াল প্রোজেক্ট হিসেবে নির্বাচিত হয়েছে 'টেলিভিশন'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।