আমাদের কথা খুঁজে নিন

   

বাসের পাশের সিটে দেখা মোস্তফা সরওয়ার ফারুকীর সেই নাটকটি . . .

http://www.facebook.com/SushilSomaj আজকে বাসে করে শাহবাগ যেতে গিয়ে পাশের ছেলেটির সৌজন্যে মোস্তফা সরওয়ার ফারুকীর একটা নাটক দেখে ফেল্লাম . . . আমি গিয়ে বসার সাথে সাথে ছেলেটা মোবাইলে একজনের কাছে কল করল, ছেলেটাঃ ভাবী ভালো আছেন? কোথায় আপনি? ভাবীঃ কোথায় মানে জানো না তোমার ভাইয়া কি করেছে আমার সাথে? ছেলেটাঃ কেন ভাবী কি হয়েছে? . . . ভাবী কিছু মনে করবেন নাহ, আমি তো ছোট তারপরও যখন ঘটনাটা শুনেছি, আপনি নাকি বাসা থেকে বের হয়ে গেছেন? আপনি এখন আছেন কোথায়? ( বুঝলাম ছেলেটার বড় ভাইয়ের সাথে বড় ভাইয়ের বৌ মানে ছেলেটার ভাবী'র কোন ব্যাপারে ঝগড়া হয়েছে এবং ছেলেটার ভাবী বাসা থেকে বের হয়ে গেছে..) ভাবীঃ আমি আমার এক ফ্রেন্ড এর বাসায় । ছেলেটাঃ ফ্রেন্ড এর বাসায় কি করছেন, আমি তো জানি মেয়েরা রাগ করে বাবার বাড়ি চলে যায়। হা হা হা . . . ভাবীঃ না আমি আমার বাসায় যাবো না। আমি বাইরেই থাকবো . . . ছেলেটাঃ বাইরে থাকবেন মানে, আপনি হয় আপনার বাবার বাসায় যাবেন নইলে আপনার নিজের বাসায়। ভাবীঃ (নীরবতা) ছেলেটাঃ আচ্ছা ভাবী ভাইয়াটা না একটা গাধা, এক কাজ করি চলেন আপনি বাসায় যান আমি বিকেলে আসি মাইর দিয়ে ভাইয়ার হাত-পা ভেঙ্গে গুঁড়ো করে দিবো।

ভাবীঃ (কৃত্রিম রাগ দেখানোর পালা) কত বড়ো সাহস আমার নামে উলটা পালটা কথা বলে . . . (কোন রকমেই যখন মানানো যাচ্ছে না, এইবার মোক্ষম দাওয়াই . . .) ছেলেটাঃ আচ্ছা ঠিক আছে ভাবী আপনি যখন যাচ্ছেন না আমি তাহলে আব্বাকে জানাই, আব্বাই বিচার করবে ব্যাপারটা । ভাবীঃ আবার বাবাকে জানাবা কেন? ছেলেটাঃ নাহ আমি তো ছোট, আমার তো উনাকে জানানো উচিত নাহলে পরে আমাকে জিজ্ঞেস করবে কেন আমি বললাম নাহ? ভাবীঃ আচ্ছা ঠিক আছে আমি যাবো তবে একটা শর্ত, (না জানি কত বড় শর্ত দেয় ভাইয়ের কপালে দুঃখই আছে . . .) ভাবীঃ আমার জন্য বাসায় কয়েক প্যাকেট চকলেট এনে রাখতে বল তোমার ভাইয়াকে . . . (ওমাগো কত বিশাল শর্ত কিভাবে যে পালন করবে আল্লাহ জানে । । । ) তারপর কল কেটে দিয়ে ছেলেটার ভাইকে কল এবং বিস্তারিত বর্ণনা . . . ভাবলাম কাহিনী মনে হয় এখানেই শেষ, কোথায় কি ছেলেটা পাশে ফিরে বিজয়ীর বেশে বলল. . . ছেলেটাঃ বুঝছো আমার ভাইয়া-ভাবী দুইটাই entertaining পিস . . . হায় হায় এ দেখি ছেলেটার গার্লফ্রেন্ড ও হাজির, পাশের সিটেই ছিলো খেয়াল ই করি নাই ।

ছেলেটাঃ দেখলা কিভাবে ভাবীকে ম্যানেজ করলাম । গার্লফ্রেন্ডঃ হুম ভাবীকেই ম্যানেজ করো নিজের বেলায় তো কিছুই করতে পারো নাহ। গার্লফ্রেন্ডঃ মাঝে মাঝে এইসব উলটা-পাল্টা কাজ কেন করো, আবার বাজে বাজে SMS পাঠাও? ছেলেটাঃ আমি কখন উল্টা-পাল্টা SMS পাঠাই? গার্লফ্রেন্ডঃ তুমি পাঠাও নাহ? ? ? (কৃত্রিম রাগ তবে গাড়, অন্যদিকে মুখ করে তাকানো) ছেলেটাঃ আচ্ছা বাবা ঠিক আছে, সব আমারি দোষ । । ।

টু বি কন্টিনিউড . . . মোরাল অব দা ঘটনা আপনারাই খুঁজে বের করুন । । । মানুষ কেন যে ফারুকী সহ ভাই-বেরাদরদের গালি দেয় আমি বুঝি নাহ? ওরা তো এসব-ই বানায়। তাই যারা তাদের সমালোচনা করে সেইসব সুশীল সমাজ কে ত্যাজ্য ঘোষণা করা হল এবং ওরা আমাদের অংশ নয় ।

। । (কথোপকোথনের বেশিরভাগই শোনা, কিছু পরবর্তিতে ছেলেটার মুখে শোনা এবং কিছুটা অনুমান . . .) ঘটনাটি ফেইসবুকের Sushil Somaj(সুশীল সমাজ): আমাদের কোথাও কোন শাখা নেই থেকে নেয়া. . . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।