রোববার বিকালে সোয়া ৩টার দিকে ইত্তেফাক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, ইসমাইল হোসেন (২৪), সাগর (২৬), সায়মন সোহেল (২৮), লিটন (২৫), রাজু (২৪) ও সুদ্বীপ (২৬)।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আনিসুর রহমান জানান, ওই সময় ওই ছয় ছিনতাইকারী রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন।
তাদের চলা-ফেরা সন্দেহজনক হওয়ায় র্যাব তাদেরকে আটক করে এবং তাদের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দুটি ককটেল, একটি ছোরা ও একটি চাপাতি পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।